টোকিও, ০৬ মার্চ – জাপানে বিশ্বখ্যাত গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানন টয়েটার কারখানায় বিস্ফোরণ অন্তত একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন।জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভ্যালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, জাপানের এই কারখানাটিতে টয়োটার যন্ত্রাংশ তৈরি হয়। পুলিশ জানিয়েছে, ফুজিয়োকার ওই কারখানায় কর্মীরা কাজ করছিলেন, আচমকাই বিস্ফোরণ হয়। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, দুইজন আহত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণ হয়েছে নির্দিষ্ট একটি যন্ত্র থেকে। কিন্তু কেন এবং কীভাবে বিস্ফোরণ হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। তারা বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে।
টয়োটা বিবৃতি দিয়ে বিস্ফোরণের কথা স্বীকার করেছে। কিন্তু কেন বিস্ফোরণ হয়েছে, তা তারা জানাতে পারেনি। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে পুলিশ।
এর আগে ২০২৩ সালেও ওই কারখানায় একইরকম বিস্ফোরণ হয়েছিল। তখনও বেশ কিছু কর্মী আহত হয়েছিলেন। বিস্ফোরণের পর বেশ কিছুদিন ওই কারখানায় কাজ বন্ধ ছিল। কারখানাটি কর্মীদের জন্য কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
সূত্র: আমাদের সময়
আইএ/ ০৬ মার্চ ২০২৫