আসন ছাড়ার ব্যাপারে আ.লীগ উত্তর দেবে, আমি নই – DesheBideshe

আসন ছাড়ার ব্যাপারে আ.লীগ উত্তর দেবে, আমি নই – DesheBideshe

আসন ছাড়ার ব্যাপারে আ.লীগ উত্তর দেবে, আমি নই – DesheBideshe

ঢাকা, ২২ ডিসেম্বর – জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা আওয়ামী লীগের সঙ্গে কোনো জোট মহাজোট করিনি। আওয়ামী লীগ কেন আসন ছেড়েছে, তারাই (আওয়ামী লীগ) ভালো বলতে পারবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দলের বনানী কার্যালয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জাপা গঠনতান্ত্রিক বিরোধী দল হিসেবে সহনশীলতার ভূমিকা রাখছে উল্লেখ করে মুজিবুল হক চুন্নু বলেন, আসন ছাড়ার ব্যাপারে আওয়ামী লীগ উত্তর দেবে, আমি নই। আমরা রাস্তাঘাট বন্ধ করে সভা-সমাবেশ করিনি, হরতাল করিনি, কারণ হরতালের পক্ষে নই। যদিও হরতাল গণতান্ত্রিক অধিকার। সংসদে বিরোধী দল হিসেবে সরকারের দুর্নীতি, অনিয়ম, অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। সংসদে আমরা সরকারের সমালোচনা করিনি এই অপবাদ কেউ দিতে পারবে না।

আওয়ামী লীগের সঙ্গে কোনো জোট বা মহাজোটে নেই জানিয়ে মুজিবুল হক বলেন, ক্ষমতাসীন দলের চেয়ে বেশি আসনে আমরা প্রার্থী দিয়েছি। আমরা আসন ছাড় দিইনি। সব আসনে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছি। আওয়ামী লীগ কেন আসন ছেড়েছে, তারাই ভালো বলতে পারবে।

আওয়ামী লীগের সঙ্গে দফায় দফায় বৈঠক করার প্রসঙ্গ টানলে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হচ্ছে, এখনও হবে। নির্বাচন অর্থবহ ও গ্রহণযোগ্য করতে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। ভোটাররা যাতে আসে, সে পরিবেশ-পরিস্থিতি তৈরির লক্ষ্যে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২২ ডিসেম্বর ২০২৩

Scroll to Top