কবিরুল ইজদানী খান বলেন, ‘আজকের এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য হলো, আমাদের ব্যবহারকারীরা যেন সহজেই পেমেন্ট করতে পারে, সেই লক্ষ্যে নগদকে ফার্স্ট টায়ারে নিয়ে আসা। সামাজিক নিরাপত্তা নিশ্চিতে এই দুইয়ে একসঙ্গে এগিয়ে যাওয়াটা সহজ। সে জন্য নগদকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছি।’
অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, ‘এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে জাতীয় পেনশন কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা করি। এ ছাড়া অনুরোধ থাকবে নগদের সাড়ে আট কোটি গ্রাহককে যেন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসা যায়। সে জন্য নগদকে দায়িত্ব পালন করতে হবে।’