এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আজকে স্বৈরাচারকে বিদায় করেও জেলায় জেলায় সমাবেশ করতে হচ্ছে দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা ও জাতীয় নির্বাচনের জন্য। বাংলার জনগণ ভোট দিতে চায়, সংস্কারের গবেষণা নিয়ে ৬ মাস, ৬ বছর সময় চায় না জনগণ। দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার এই সরকার সংরক্ষণ করতে পারে নাই।
আজ সোমবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে এসব কথা বলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান।
তিনি আরও বলেন, বিএনপি বছরের পর বছর ধরে আন্দোলন করেছে, জুলুম নির্যাতন সহ্য করেছে। সারাদেশের ৫০ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা করা হয়েছিল।
সমাবেশে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি ক্ষমতায় আসবে, এজন্য ষড়যন্ত্র হয়। অনেক উপদেষ্টা উল্টা-পাল্টা কথা বলে, আওয়ামী লীগের মত কথা বলে নির্বাচন নিয়ে। জনগণের দাবি অতিদ্রুত সংসদ নির্বাচনের।