বিসিএস আইসিটি ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

বিসিএস আইসিটি ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউট (আইআইসিটি) এর যৌথ উদ্যোগে ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি বুয়েট ক্যাম্পাসে তিন দিনব্যাপী আয়োজিত হয়েছে আইসিটি ফেস্ট ২০২৫।

“এমপাওয়ারিং সাইবার ট্যালেন্ট এন্ড শোকাসিং ইনোভেশন” প্রতিপাদ্যকে সামনে রেখে এই উৎসব দেশের আইসিটি খাতের সম্ভাবনা ও সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ২৪ ঘণ্টাব্যাপী অনলাইন ক্যাপচার দ্য ফ্ল্যাগ (সিটিএফ) প্রতিযোগিতা। ১৩ ফেব্রুয়ারি রাত ৮টায় শুরু হয়ে এই প্রতিযোগিতায় দেশজুড়ে শিক্ষার্থী এবং পেশাদারদের নিয়ে গঠিত ২৫৭টি দল তাদের সাইবার নিরাপত্তা দক্ষতা প্রদর্শন করে। প্রতিযোগিতাটি ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় শেষ হয় এবং বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

উৎসবের শেষ দিনে বুয়েট অডিটোরিয়ামে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল প্রকল্প প্রদর্শনী, পোস্টার উপস্থাপনা এবং সাতটি প্রযুক্তিগত অধিবেশন। এসব অধিবেশনে এসকিউএল হুমকি ও সুরক্ষা, উৎপাদনশীল সাইবার হুমকি, এআই-নিয়ন্ত্রিত অনুপ্রবেশ পরীক্ষা, ডিএনএস এর অন্ধকার দিক এবং এএল/এমএল ল্যান্ডস্কেপের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

উৎসবে দুটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়। প্রথমটি ছিল ‘সাইবার ফ্রন্টিয়ার ট্রেন্ডস, থ্রেডস এন্ড ডিফেন্সেস’ এবং দ্বিতীয়টি ছিল ‘ফিউচার অফ ইন্টিলিজেন্ট রিস্ক ম্যানেজমেন্ট এন্ড ফ্রড ডিটেকশন’। এই আলোচনাগুলোতে পেশাদার, শিক্ষার্থী এবং শিক্ষাবিদরা তাদের ধারণা ও দৃষ্টিভঙ্গি শেয়ার করেন, যা আইসিটি খাতের বর্তমান ও ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন দিকনির্দেশনা দিয়েছে।

সমাপনী অনুষ্ঠানে সিটিএফ প্রতিযোগিতা, প্রকল্প প্রদর্শনী এবং পোস্টার উপস্থাপনার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। বিসিএস মহাসচিব অ্যালিন ববি তার সমাপনী বক্তব্যে প্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় ভবিষ্যতের উদ্যোগগুলিকে সমর্থন করার জন্য সংগঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি আইসিটি খাতে শিক্ষার্থীদের আরও সম্পৃক্ত করতে দেশব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোতে বিসিএস স্টুডেন্ট ফোরাম প্রতিষ্ঠার ঘোষণা দেন।

Scroll to Top