একুশে টিভি ভবনের আগুন নিয়ন্ত্রণে

একুশে টিভি ভবনের আগুন নিয়ন্ত্রণে

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারে (ইটিভি ভবন) লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২২ মিনিটে ভবনটির নিচ তলায় আগুন লাগার খবর পাওয়া গেছে বলে জানায় ফায়ার সার্ভিস। কয়েক মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে।

জাহাঙ্গীর টাওয়ারে বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির কার্যালয়। ভবনটির নাম জাহাঙ্গীর টাওয়ার হলেও মানুষের কাছে সেটি ইটিভি ভবন নামে পরিচিত।

এই অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Scroll to Top