স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্কারোপ ট্রাম্পের | চ্যানেল আই অনলাইন

স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্কারোপ ট্রাম্পের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সব স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই নির্দেশের ফলে বিদ্যমান বাণিজ্য প্রতিবন্ধকতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিসিবির প্রতিবেদনে বলা হয়, এই শুল্ক আরোপের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ধাতুগুলোর আমদানি ব্যয় বাড়বে, যদিও কানাডাসহ বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা এর বিরুদ্ধে ইতোমধ্যে প্রতিক্রিয়া জানান।

আমদানির ওপর নির্ভরশীল মার্কিন ব্যবসাগুলোও উদ্বেগ প্রকাশ করেছে। তবে ট্রাম্প বলেছেন, এই পদক্ষেপ দেশীয় উৎপাদনকে চাঙা করবে।

ট্রাম্প স্পষ্ট করে জানান, কোনো ব্যতিক্রম থাকছে না এবং এই নতুন নিয়ম ৪ মার্চ থেকে কার্যকর হবে। তিনি বলেন, ‘এটি একটি বড় সিদ্ধান্ত, আমেরিকাকে আবার সমৃদ্ধ করার সূচনা।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের জাতির জন্য স্টিল ও অ্যালুমিনিয়াম আমেরিকাতেই তৈরি হওয়া জরুরি, বাইরের দেশে নয়।

এই শুল্ক আরোপের ফলে সবচেয়ে বড় প্রভাব পড়বে কানাডার ওপর, কারণ যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া অ্যালুমিনিয়ামের ৫০ শতাংশেরও বেশি আসে কানাডা থেকে।

Agontuk_300x300_Dakhun_OnLine

Scroll to Top