সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (টুইটার) বৃহস্পতিবার এক ঘণ্টার জন্য বিভ্রাটের শিকার হয়েছে। যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে এর ব্যবহারকারীরা কিছুক্ষণের জন্য এই সমস্যার সম্মুখীন হয়েছেন। অবশ্য দ্রুত তা সমাধান করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার ২১ ডিসেম্বর বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার এই এক ঘণ্টায় শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে অন্তত ৪৭ হাজার ব্যবহারকারী এই বিভ্রাট নিয়ে পোস্ট করেছেন।
ডাউনডিটেক্টর ডটকম এর তথ্যমতে, এক্স এবং এক্স প্রো ব্যবহারকারী যুক্তরাষ্ট্রের ৪৭ হাজার অ্যাকাউন্ট থেকে সামাজিক মাধ্যমটিতে প্রবেশের বিষয়ে সমস্যার কথা উল্লেখ করেন।
প্রতিবেদনে বলা হয়, হ্যাশট্যাগ ব্যবহার করে ‘টুইটার ডাউন’ লিখে প্রতিবেদন প্রকাশের সাথে সাথে সামাজিক যোগাযেগা মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে। অবশ্য তার কিছুক্ষণপর সমাধান হয়ে যায়। এক ঘণ্টার মাঝে এই মাধ্যমটিতে প্রবেশে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি।