এক নজরে বিপিএলের সেরা যারা

এক নজরে বিপিএলের সেরা যারা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৯

টানা দ্বিতীয় বিপিএল শিরোপা তামিমের

চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল শিরোপা জিতল ফরচুন বরিশাল। ফাইনালে রেকর্ড সর্বোচ্চ ১৯৫ রান তাড়া করে জেতা এই ম্যাচে ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। ২৯ বলে ৯ চার ও ১ ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন উড়ন্ত সূচনা। রান তাড়ায় দলকে এগিয়ে দেয়া এই ইনিংসে ম্যাচ সেরাও হয়েছেন বাঁহাতি এই ওপেনার।

ফাইনালের পুরস্কার বিতরণীতে তামিমের সাথে পুরস্কার তুলে দেয়া হয়েছে আসরের সেরা ব্যাটার, বোলার, ফিল্ডারদেরও। এক নজরে দেখে নিন এবারের বিপিএলের সেরা ক্রিকেটারদের।

ফাইনালের ম্যাচ সেরা- তামিম ইকবাল (২৯ বলে ৫৪)

সেরা ফিল্ডার- মুশফিকুর রহিম (১২ ক্যাচ ও ২ স্টাম্পিং) 

উদীয়মান ক্রিকেটার- তানজিদ হাসান তামিম (১২ ইনিংসে ৪৮৫ রান)

টুর্নামেন্টের সেরা বোলার- তাসকিন আহমেদ (১২ ম্যাচে ২৫ উইকেট)

টুর্নামেন্টের সেরা ব্যাটার – নাঈম শেখ (১৪ ইনিংসে ৫১১ রান) 

টুর্নামেন্ট সেরা ক্রিকেটার- মেহেদী হাসান মিরাজ (৩৫৫ রান ও ১৩ উইকেট) 

সারাবাংলা/জেটি

তামিম ইকবাল
ফরচুন বরিশাল
বিপিএল ২০২৫

Scroll to Top