ঢাকা, ০৫ ফেব্রুয়ারি – বিসিবির ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে চলেছেন সাকিব আল হাসান। বিসিবি অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনও চলতি বছরের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেনি। তবে সাকিব যে এই তালিকায় থাকছেন না, তা একপ্রকার নিশ্চিত!
গত বছরের ১২ ফেব্রুয়ারি বোর্ড সভাশেষে ২০২৪ সালের জন্য কেন্দ্রীয় চুক্তিভুক্ত ২১ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছিল বিসিবি। তাদের মেয়াদ ছিল ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সেবার তিন সংস্করণের (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) চুক্তিতে ছিলেন সাকিব আল হাসান। তবে গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিসিবিতেও পরিবর্তন এসেছে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সাকিব জাতীয় দলের বাইরে আছেন। নিরাপত্তাঝুঁকির কারণে তিনি দেশে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার বিদায়ী মিরপুর টেস্ট খেলতে পারেননি। এমনকি এ মাসেই পাকিস্তান ও দুবাইয়ে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির দলেও রাখা হয়নি এই অলরাউন্ডারকে। জাতীয় দলের জার্সিতে সাকিবের খেলার সম্ভাবনা ক্ষীণ হওয়ায় স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ যাচ্ছেন তিনি।
এদিকে কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবার জায়গা পেতে চলেছেন নাহিদ রানা। জাতীয় দলের হয়ে ৬ টেস্ট ও ৩ ওয়ানডে খেলা পেসারকে শুধু লাল বলের ক্রিকেটের জন্য চুক্তিবদ্ধ করার সম্ভাবনা বেশি। এ ছাড়া গত বছর তিন সংস্করণের চুক্তিতে থাকলেও এবার এই তালিকা থেকে জায়গা হারাতে পারেন- লিটন দাস, নাজমুল হোসেন ও শরিফুল।
সূত্র: আমাদের সময়
আইএ/ ০৫ ফেব্রুয়ারি ২০২৫