চোটে জর্জরিত রিয়ালে ‘জরুরি অবস্থা’

চোটে জর্জরিত রিয়ালে ‘জরুরি অবস্থা’

স্পোর্টস ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১২

চোটের কারণে ছিটকে গেছেন এমবাপে-বেলিংহাম

আগামী ৭ দিন তিনটি মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবেন তারা। মৌসুমের এমন সময়ে রিয়াল মাদ্রিদকে প্রতিপক্ষের চেয়ে বেশি ভাবতে হচ্ছে চোট নিয়েই। দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার ইনজুরি পড়ায় রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, এই মুহূর্তে জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ক্লাব!

কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম, কামাভিঙ্গা, রুডিগার, আলাবা; রিয়ালের মূল একাদশের ৫ গুরুত্বপূর্ণ ফুটবলার পড়েছেন ইনজুরিতে। আজ লেগানেসের বিপক্ষে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে দেখা যাবে না তাদের। আগাম শনিবার লা লিগার জমজমাট মাদ্রিদ ডার্বিতেও তারা খেলতে পারবেন কিনা, সে নিয়েও আছেন শঙ্কা। এদিকে এত ইনজুরির মাঝেই আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের প্রথম প্লে-অফে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল।

৭ দিনের মাঝে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলে এমন ইনজুরির ধাক্কা বেশ ভাবাচ্ছে আনচেলত্তিকে। রিয়াল কোচ নিশ্চিত করেছেন, লেগানেসের বিপক্ষে থাকছেন না দলের দুই তারকা এমবাপে-বেলিংহাম, ‘বেলিংহাম চোট পেয়েছে, তাকে আমরা পাচ্ছি না। এমবাপেও গোড়ালিতে আঘাত পেয়েছে, সেও থাকছে না। ইনজুরি থেকে ফিরেছে শুধু ভিনিসিয়াস। আশা করছি এমবাপে-বেলিংহাম পরের ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবে।’

ইনজুরিতে জর্জরিত রিয়ালে জরুরি অবস্থা চলছে বলেই স্বীকার করলেন আনচেলত্তি, ‘এই জরুরি অবস্থা কীভাবে মোকাবেলা করব সেটা নিয়েই ভাবতে হচ্ছে। গত বছরও আমরা এই অবস্থা পার করেছি। সেবার যেভাবে সামলেছিলাম, এবারও তাই করতে হবে। আক্রমণভাগের পাশাপাশি রক্ষণেও বড় ধাক্কা খেয়েছি আমরা।’

আজ রাত ২ টায় কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে লেগানেসের মুখোমুখি হবে রিয়াল।

সারাবাংলা/এফএম

ইনজুরি
কার্লো আনচেলত্তি
কিলিয়ান এমবাপে
কোপা ডেল রে
জুড বেলিংহাম
রিয়াল মাদ্রিদ
লেগানেস

Scroll to Top