এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সংস্কার নিয়ে আলোচনা দীর্ঘ করলে স্বৈরাচার আবারও মাথাচারা দিবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সংস্কারের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে হলে সবার আগে নির্বাচন দিতে হবে।
রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর কদমতলী থানায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র এক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার সংস্কার করে আমরা সংস্কারের আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর করতে থাকি তাহলে যেই স্বৈরাচারকে বাংলাদেশের সব মানুষ, দল-মত নির্বিশেষে, শ্রেণি-পেশা নির্বিশেষে সব মানুষ একত্রিত হয়ে এ দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার।
তিনি আরও বলেন, নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। কারণ যারা নির্বাচিত হয়ে আসবে তারা জনগণের কাছে ওয়াদা করবে যে, তারা সুযোগ পেলে বাস্তবায়ন করবে এসব সংস্কার।
তারেক রহমান বলেন, সংষ্কারের প্রস্তাবগুলো বিএনপিই সবার আগে দিয়েছে। পরে অনেকেই বলেছে। সবাই মিলেই এই সংস্কার প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে হবে।