ক্যাম্পাসে পানি নিয়ে আতঙ্কে রয়েছেন বুয়েটের শিক্ষার্থীরা। চলতি মাসের শুরুতে বুয়েট ক্যাম্পাসে সরবরাহ করা পানিতে মলের জীবাণু শনাক্তের পর পানি পরিশুদ্ধ করা হয়। তারপরও পানিবাহিত বিভিন্ন অসুস্থতায় ভুগছেন শিক্ষার্থীরা। এ কারণে পূর্বনির্ধারিত পরীক্ষাও পেছানো হয়েছে। বুয়েট কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই, আন্তর্জাতিক গাইডলাইন মেনে পানি পরিশুদ্ধ করা হয়েছে।