এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশে বাংলাদেশে ইউএসএআইডির সব ধরনের মার্কিন সহায়তা বন্ধ করে দিলেও অব্যাহত রয়েছে রোহিঙ্গাদের জন্য অর্থ বরাদ্দ। এজন্য নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা জানান।
প্রেস সচিব বলেন, রোহিঙ্গাদের জন্য সাহায্য আমেরিকা বন্ধ করছে না। এজন্য প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।
শফিকুল আলম বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার এ বছরই বড় আকারে আন্তর্জাতিক সম্মেলন করবে। এতে ১৭০টি দেশ অংশ নেবে। রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত সম্মেলনের সহ আয়োজক জাতিসংঘ।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ৯০ দিনের জন্য বিদেশি সহায়তা স্থগিত করেছেন। রোহিঙ্গাদের পুষ্টি ও খাদ্য সহায়তা কর্মসূচির অর্থায়ন ওই নির্বাহী আদেশের অন্তর্ভুক্ত থাকবে না। এজন্য প্রধান উপদেষ্টা ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। এ সহায়তা অব্যাহত থাকবে। আজ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের সঙ্গে দেখা করেছেন। তখন এ ধন্যবাদ বার্তা তাদেরকে জানিয়েছেন।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশে বাংলাদেশে ইউএসএআইডির সব ধরনের মার্কিন সহায়তা বন্ধ করে দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা প্রদানকারী সংস্থা ইউএসএআইডি এক ঘোষণায় জানায়, এই আদেশের পর বাংলাদেশে কোন ধরনের নতুন অর্থনৈতিক বা মানবিক সহায়তা প্রদান করা হবে না।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (২৫ জানুয়ারি) শনিবার ইস্যুকৃত ইউএসএআইডির অধিগ্রহণ ও সহায়তা বিষয়ক কার্যালয়ের পরিচালক ব্রায়ান অ্যারনের পাঠানো এক চিঠিতে এই বিষয়টি নিশ্চিত করে বলা হয়, ইউএসএআইডি বাংলাদেশে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং আগামীদিনে দেশটিতে সহায়তার কোন নতুন প্রকল্প শুরু করা হবে না।
তবে, এর আগে দেওয়া সহায়তার অগ্রগতি পর্যবেক্ষণ ও অন্যান্য আন্তর্জাতিক প্রকল্পের ওপর কিছু সীমিত কার্যক্রম চলমান থাকবে বলে উল্লেখ করা হয়। এতে অংশীদারদের সঙ্গে যেসব কাজ চলছে, সেগুলোর ক্ষেত্রে ব্যয় সঞ্চয়ের জন্য সব যুক্তিসংগত পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
চিঠিতে ইউএসএআইডির অর্থায়নে চলমান সব প্রকল্প বন্ধ করা হয়েছে নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানোর জন্য অধস্তনদের নির্দেশ নেওয়া হয়েছে।
এই আদেশের ফলে বাংলাদেশে মার্কিন সহায়তার যেসব গুরুত্বপূর্ণ প্রকল্প চলছিল, তা বর্তমানে স্থগিত হয়ে গেছে। এসব প্রকল্পের মধ্যে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগ মোকাবেলা সহায়তা অন্তর্ভুক্ত ছিল।