উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেলেন গণঅভ্যুত্থানে আহত ৭ জন | চ্যানেল আই অনলাইন

উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেলেন গণঅভ্যুত্থানে আহত ৭ জন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে চোখে আঘাতপ্রাপ্ত সাতজনের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছে। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের বিজি ০৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে তাদের পাঠানো হয়।

সিঙ্গাপুর পাঠানো চোখে আঘাত পাওয়া ব্যক্তিরা হলেন-আব্দুল্লাহ আল বাকী, আকতার হোসেন, মো. ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান ও সালমান বিন শোয়াইব।

তারা সবাই জুলাই ছাত্র আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্ত হন।  তাদের উন্নত চিকিৎসার জন্যই সিঙ্গাপুর পাঠানো হলো। এতদিন তারা রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

GOVT

এর আগে বৃহস্পতিবার রাতে তাদের হাতে ফ্লাইটের টিকেট তুলে দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান ও জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসাবিষয়ক সেলের আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু।

ডা. মাহমুদুল হাসান বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই আহতদের চিকিৎসার জন্য কাজ করে যাচ্ছি।  স্বাস্থ্য উপদেষ্টা আহতদের চিকিৎসার ব্যাপারে সব সময় খোঁজখবর রাখেন। আমরা দ্রুত আরও কয়েকজনকে বিদেশ পাঠাবো।

জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসাবিষয়ক সেলের আহবায়ক ডা. মাহমুদা আলম মিতু বলেন, আমরা আহতদের চিকিৎসা বিষয়ক সেল সবসময় মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছি। চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। আহতরা এ দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের উন্নত চিকিৎসার জন্য আমরা যেকোনো কিছু করতে পারি। যারা সিঙ্গাপুর যাচ্ছেন তারা দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক, এ জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

জুলাই আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্তের চিকিৎসার জন্য বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, অনেককেই দেশের বাইরে চিকিৎসার জন্য সুপারিশ করা হয়েছে। তারই অংশ হিসেবে এ পর্যন্ত ১৩ জনকে পাঠানো হয়েছে। আরও কয়েকজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Scroll to Top