সম্প্রতি সৌদিআরবের জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন (জিএসিএ) ঘোষণা দিয়েছে যে, যারা ওমরাহ, হজ অথবা ভ্রমণ ভিসায় সৌদিআরবে ভ্রমণ করবেন তাদের অবশ্যই ভ্রমণের দশদিন (১০) পূর্বে মেনিনজাইটিস-এর টিকা বাধ্যতামূলকভাবে নিতে হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
এতে বলা হয়, ইনসেপ্টা সারাদেশে সরবরাহ করছে মেনিনজাইটিস-এর ভ্যাকসিন ইনগোভ্যাক্স এসিডাব্লিউওয়াই। এই ভ্যাকসিন রাজধানীর ল্যাবএইড, প্রাভা হেলথ, ভাইরোলজি ডিপার্টমেন্ট (বিএসএমএমইউ), প্রিভেন্টাসহ অন্যান্য ভ্যাকসিন সেন্টারে পাওয়া যাচ্ছে।
এর পাশাপাশি দেশের অন্যান্য জেলার ভ্যাকসিন সেন্টারেও পাওয়া যাচ্ছে।