এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শ্রীমঙ্গলের শংকরসেনা গ্রামের ঐতিহ্যবাহী নির্মাই শিববাড়িতে প্রতি সোমবার বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে চলেছেন ডা. সত্যকাম চক্রবর্তী। আজ (২০ জানুয়ারি) সোমবারও বাদ যায়নি কর্মতালিকা থেকে। আজও প্রায় ২৫ জন রোগী দেখেছেন তিনি।
সত্যকাম চক্রবর্তী ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের পরিচালক। মৌলভীবাজার সিভিল সার্জনের দায়িত্ব পালন শেষে অবসর নেন তিনি। গত তিন বছরের বেশি সময় যাবত প্রতি সপ্তাহের সোমবার চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন সত্যকাম। গ্রামের অসুস্থ মানুষ বিনে পয়সায় বাড়ির পাশেই পাচ্ছেন একজন বড় ডাক্তার বাবুকে।
শ্রীমঙ্গলের ৫০০ বছরের প্রাচীন নির্মাই শিববাড়ী মন্দিরের সেবায়েত হিসেবে সত্যকাম চক্রবর্তীর পরিবারের সদস্যরাই ছিলেন। এখন ১৩ তম পুরুষ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তিনি বলেন, শংকর সেনা গ্রামেই আমার বেড়ে ওঠা। এখন বসবাস শহরে হলেও গ্রামের মাটি আর মন্দিরের সেবায়েত হিসেবে খুব আনন্দের সাথে কাজটি করি। তিনি বলেন, এখানে দু’টি কাজ হয়, প্রথমত এলাকার মানুষ আমার কাছ থেকে চিকিৎসা সেবা পাওয়ার যে অধিকার রাখেন সেটা পূরণ করতে পারি। আর মানুষের সেবা করার মাধ্যমে আমি দেবতার আরাধনা করতে পারি।
পর্যটন ও তীর্থস্থান শংকরসেনা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. খালেদ হোসেন বলেন, ডাক্তারবাবু একেবারে মন থেকে এই সেবা দিয়ে যাচ্ছেন। তার প্রতি পুরো এলাকার মানুষ কৃতজ্ঞ।
কিছুদিন আগে এই কাজে যুক্ত হয়েছেন তার ছোট মেয়ে ডা. সম্পূর্ণা চক্রবর্তী। চিকিৎসা বিজ্ঞানে গ্র্যাজুয়েশন পরবর্তী প্রশিক্ষণ শেষে তিনিও সাপ্তাহিক সেবা কার্যক্রমে সম্পৃক্ত হন। ডা. চক্রবর্তী আশাবাদী, নবীন চিকিৎসকরাও চিকিৎসা সেবা ভবিষ্যতেও অব্যাহত রাখবে।