রাজধানীর হাসপাতালে মৃত্যু হওয়া নারী এইচএমপিভি ভাইরাসেও আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। তবে এর কারণে আতঙ্কিত হওয়ার মত পরিস্থিতি হয়নি বলে জানান তিনি। পরামর্শ দিয়ে বলেন, পাঁচ বছরের নীচের শিশু এবং ৬৫ বছরের উপরের বয়স্কদের এই ভাইরাসে আক্রান্তের ঝুঁকি বেশি। তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শুধু সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চললেই ভাইরাসে আক্রান্ত থেকে মুক্ত থাকা যাবে।