এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশে নার্সিং সেবার মানোন্নয়নে শিক্ষকদের দক্ষ করে তুললে স্বাস্থ্যসেবা সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ শুক্রবার রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে সংশ্লিষ্টরা এসব কথা বলেন।
ইনস্টিটিউটের নিজস্ব নবনির্মিত ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। তিনি অনুষ্ঠানে নার্সিং শিক্ষার বিস্তৃত পরিসরে শিক্ষকের অভাবজনিত সমস্যা এবং এই প্রশিক্ষণ ইনস্টিটিউটের গুরুত্ব সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন ।
ইউনিভার্সেল নার্সিং কলেজের উপদেষ্টা ও অনুষ্ঠানের সভাপতি ডা. একেএম জাফর উল্লাহ বলেন, এই ইনস্টিটিউট নার্সিং শিক্ষায় শিক্ষকের অভাব দূর করে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক তৈরি করার লক্ষ্যে কাজ করবে। এই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা দক্ষ শিক্ষক হিসেবে গড়ে উঠবেন এবং তাদের পেশাগত জীবনে নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবেন। শিক্ষার্থীদের মধ্যে যারা শিক্ষাক্ষেত্রে উচ্চতর ডিগ্রী অর্জন করেছেন, তারা এই সুযোগ গ্রহণ করে সফল শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।
ইউনিভার্সাল নার্সিং কলেজের অধ্যক্ষ রেবেকা খাতুন বলেন, এই ইনস্টিটিউট বাংলাদেশের নার্সিং শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষকদের দক্ষ করে তুলতে পারলে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নত হবে।
উদ্ধোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের নার্সিং সুপারিন্টেনডেন্ট সুলতানা শাহানা সহ প্রশিক্ষণে আসা দু’জন শিক্ষক।
বর্তমানে বাংলাদেশে ১৯৫টি প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ৪০৩টি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ১৫১টি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালু রয়েছে। তবে, এত সংখ্যক প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষিত শিক্ষক না থাকায় শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে। এই চাহিদা পূরণের উদ্দেশ্যেই ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।