ঢাকার কিছু এলাকায় গ্যাস বন্ধ থাকবে ১১ ঘণ্টা | চ্যানেল আই অনলাইন

ঢাকার কিছু এলাকায় গ্যাস বন্ধ থাকবে ১১ ঘণ্টা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গ‍্যাস পাইপলাইন সংস্কারে নিয়মিত রক্ষণাবেক্ষণকাজ করছে রাজধানী ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে গ‍্যাস বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএসসি লিমিটেড। এ কাজের জন্য আজ বুধবার (১ জানুয়ারি) ঢাকার কিছু এলাকায় ১১ ঘন্টা বন্ধ থাকবে গ‍্যাস সরবরাহ।

তিতাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

বলা হয়েছে, তিতাস অধিভুক্ত ৫৯/এফ, পশ্চিম রাজাবাজার এলাকায় গ্যাস পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এতে বুধবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা পশ্চিম রাজাবাজার, ইন্দিরা রোড ও শুক্রাবাদ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

GOVT

Shoroter Joba

Scroll to Top