এই খবরটি পডকাস্টে শুনুনঃ
৬১ বছরে পদার্পণ করেছে দেশের একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন ‘বাংলাদেশ টেলিভিশন’। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের ঢাকা কেন্দ্র উদ্বোধন করা হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্র বাংলাদেশ টেলিভিশন নামে পরিবর্তন করা হয়।
সেই থেকে বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাংলাদেশ টেলিভিশনের নাম। বাংলাদেশ টেলিভিশনের দীর্ঘ পথচলায় সবসময় বিশেষ আয়োজন করে চ্যানেল আই। এবারও তার ব্যাতিক্রম নয়। এ বছরও ২৫ ডিসেম্বর সকাল ৭টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হয় ‘ছয় দশকে প্রথম বাংলা টিভি’ শিরোনামে বিশেষ অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য ব্যক্তিরা।
স্বাধীন হওয়ার পর এই টেলিভিশন আশির দশকের আগে ও পরে ছিল দেশের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম। শিশু, কিশোর, যুবক, বয়স্ক সবার জন্য ছিল অনুষ্ঠান। তৎকালীন বিটিভি অনেক অনুষ্ঠান শুরু হলে রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়তো।
বিশেষ করে বিটিভির ম্যগাজিন অনুষ্ঠান, ধারাবাহিক নাটকগুলোর কথা বলা যায়। শিশু কিশোরদের জন্য ছিল শিশু ও কিশোরমেলা অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য ছিল জ্ঞান জিজ্ঞাসা, যুবমেলা অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলো থেকে বেরিয়ে এসেছিল আব্দুন নূর তুষার, ফরহাদুর রেজা প্রবাল এর মত জনপ্রিয় উপস্থাপক, কুমার বিশ্বজিত, আবদুল মান্নান রানা , সৈকত দাসের মত জনপ্রিয় সঙ্গীত শিল্পী। যুবমেলার কুমার বিশ্বজিতের সেই ‘তোরে পুতুলের মত করে সাজিয়ে’ গানটি এখনো কানে বাজে।