বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন – DesheBideshe

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন – DesheBideshe

ঢাকা, ০৮ ডিসেম্বর – অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (৮ ডিসেম্বর) এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি এই জয় বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে এবং ভবিষ্যতেও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এর আগে ট্রফি জয়ে বাংলাদেশ যুব দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ভারতকে হারিয়ে বাংলাদেশ যুব দলের শিরোপা জয়ের এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বিজয়ের মাসে আন্তর্জাতিক বিজয়ের জন্য গর্বিত, জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।

এছাড়া বাংলাদেশ যুব দলকে শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ম্যাচ জয়ের কিছুক্ষণের মধ্যেই এক বিবৃতিতে আজিজুল হাকিম তামিমের দলকে শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। আজিজুল হাকিম তামিমের দলকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।

ফাইনালে জয়টা অবশ্য সহজ ছিল না বাংলাদেশের জন্য। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ইনিংস বিরতির সময় ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনের সামনে লক্ষ্যটাকে মামুলি মনে হচ্ছিল।

বাংলাদেশি পেসারদের অবিশ্বাস্য বোলিংয়ে সেই লক্ষ্যটাই ভারতের সামনে পাহাড়সম হয়ে দাঁড়াল। টুর্নামেন্টের সর্বোচ্চ চ্যাম্পিয়নদের ৩৫ ওভার ১ বলে ১৩৯ রানে অলআউট করে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৮ ডিসেম্বর ২০২৪



Scroll to Top