ভারতে বিক্ষোভের মুখে বাড়ি বিক্রি করতে বাধ্য হলেন মুসলিম দম্পতি

ভারতে বিক্ষোভের মুখে বাড়ি বিক্রি করতে বাধ্য হলেন মুসলিম দম্পতি

ভারতের উত্তর প্রদেশের মুরাদাবাদ শহরে হিন্দু প্রতিবেশীদের বিক্ষোভের মুখে কিনে নেওয়া বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছেন এক মুসলিম দম্পতি। ওই বিক্ষোভকারীদের ভাষ্য, ধর্মের কারণে ওই দম্পতিকে তাঁদের এলাকায় বসবাস করতে দেবেন না তাঁরা।  

সম্প্রতি মুরাদাবাদের ‘টিডিআই সিটি’ আবাসিক এলাকায় ওই বাড়িটি অশোক বাজাজ নামের এক চিকিৎসকের কাছ থেকে কিনেছিলেন ওই মুসলিম দম্পতি। বাড়ি বিক্রির খবর সামনে আসার পর বৃহস্পতিবার বিক্ষোভ শুরু করেন এলাকার হিন্দু বাসিন্দারা।
বিক্ষোভের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তাতে মেঘা আরোরা নামের টিডিএস এলাকার এক বাসিন্দাকে বলতে শোনা যায়, তাঁদের সঙ্গে কোনো আলোচনা না করে বাড়ি বিক্রি করেছেন অশোক বাজাজ। বাড়িটি স্থানীয় মন্দিরের সামনে। এমন জায়গায় মুসলিম পরিবারের বসবাস মেনে নেবেন না তাঁরা।

Scroll to Top