ইন্সটাগ্রাম স্টোরিজে এলো ‘কোলাজ’ ফিচার | চ্যানেল আই অনলাইন

ইন্সটাগ্রাম স্টোরিজে এলো ‘কোলাজ’ ফিচার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সোশ্যাল মিডিয়া জায়ান্ট ইন্সটাগ্রাম তাদের স্টোরিজ ফিচারে যুক্ত করেছে নতুন ‘কোলাজ’ অপশন। এর ফলে ব্যবহারকারীরা এখন স্টোরিজে একাধিক ছবি একসঙ্গে কোলাজ আকারে প্রকাশ করতে পারবেন। প্রায় ২০০ কোটিরও বেশি ব্যবহারকারী-সমৃদ্ধ এই প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয় অংশ স্টোরিজ। তাই এতে নতুন নতুন বৈশিষ্ট্য যোগ করতে ইন্সটাগ্রাম সর্বদা তৎপর।

সোশ্যালমিডিয়াটুডের এক প্রতিবেদন বলা হয়েছে, সম্প্রতি অনেক ব্যবহারকারী ইন্সটাগ্রাম স্টোরিজে ‘কোলাজ’ অপশনটি দেখতে পেয়েছেন। অপশনটিতে ক্লিক করে ডিভাইসের গ্যালারি বা ক্যামেরা রোল থেকে একাধিক ছবি বাছাই করলেই কোলাজ তৈরি হয়ে যাবে।

সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ ম্যাট নাভারা এই ফিচারটি নিজের থ্রেড অ্যাকাউন্টে তুলে ধরেছেন। তিনি বিস্তারিতভাবে দেখিয়েছেন, কীভাবে প্রম্পটের মাধ্যমে সহজেই স্টোরিজে কোলাজ তৈরি করা যায়।

ইন্সটাগ্রামে এর আগেও লেআউট অপশন ব্যবহার করে কোলাজ তৈরির সুবিধা ছিল। তবে এতে সীমাবদ্ধতা ছিল লেআউটের ফরম্যাটে। ব্যবহারকারীকে আগে থেকেই নির্দিষ্ট লেআউট বেছে নিতে হতো। নতুন ফিচারটির বিশেষত্ব হলো, এতে কোলাজ ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি স্বাধীনতা রয়েছে। ফলে ব্যবহারকারীরা ইচ্ছামতো ভিজ্যুয়াল ডিজাইন তৈরি করতে পারবেন।

GOVT

ইন্সটাগ্রাম ২০২২ সালের শেষ দিকে এই ফিচারটি নিয়ে কাজ শুরু করে। এটি জনপ্রিয়তা পায় পিন্টারেস্টের ‘শাফলস’ অ্যাপের সাফল্যের পর। শাফলস ব্যবহারকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এর কোলাজ তৈরির চমৎকার সুবিধার জন্য। মেটা বরাবরের মতোই প্রতিযোগীদের জনপ্রিয় ফিচার নিজেদের প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করে।

shoroterjoba

Scroll to Top