রক্তের ‘কালচার টেস্ট’ করে রোগীর শরীরে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা জানার পর চিকিৎসার ব্যবস্থাপত্রে অ্যান্টিবায়োটিক লেখার সংস্কৃতিই এদেশে তৈরি হয়নি। হাতে থাকা গুটিকয়েক অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা ঠেকাতে এখন থেকেই ‘কালচার টেস্টের পরই অ্যান্টিবায়োটিক প্রয়োগে সরকারি হাসপাতালগুলোর প্যাথোলজির সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।