শিক্ষার্থীদের পরামর্শ ও নির্বাচন বিষয়ে যে বার্তা উপদেষ্টা নাহিদের

শিক্ষার্থীদের পরামর্শ ও নির্বাচন বিষয়ে যে বার্তা উপদেষ্টা নাহিদের

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শিক্ষা ক্ষেত্রকে রাজনীতিকরণ করে ধ্বংস করা হয়েছে। সেজন্য আমরা আগে প্রাতিষ্ঠানিক সংস্কার করবো। এরপর নির্বাচন দেয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ করারও পরামর্শ দেন তিনি।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর বিজ্ঞান কলেজে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, বিপ্লবের সুফল দেশের প্রতিটি মানুষ যেন পায়, সেটা আমাদেরই নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। জুলাই অভ্যুত্থান আমাদের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে শিখিয়েছে।

তিনি আরও বলেন, নানা বিষয় নিয়ে শিক্ষার্থীদের বিতর্কিত অবস্থানে দাঁড় করানো হচ্ছে। কেননা শিক্ষার্থীদের বিতর্কিত করতে পারলে অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণ করা যাবে। তাই শিক্ষার্থীদের উচিত হবে সর্বদা দায়িত্বশীল আচরণ করা।

GOVT

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘আমাকে মাননীয় ও মহোদয় বলার দরকার নেই, আমি আপনাদের ভাই।’

গণ অভ্যুত্থানের চেতনা অনুযায়ী দেশ চলছে জানিয়ে নাহিদ বলেন, লুটপাট, অর্থ পাচার, গুম ও খুনের বিচার করা হবে।

Chokroanimation

Scroll to Top