এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে যাত্রীবাহী বাসে বন্দুক হামলায় নিহতের সংখ্যা ৫০ জন ছাড়িয়েছে। অনেকে গুরুতর আহত হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য মুন্সিফ ডেইলি জানিয়েছে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় এই ঘটনা ঘটে।
কুররাম জেলার চার খেল ও মান্দরি এলাকায় সশস্ত্র বন্দুকধারীরা পাহাড় থেকে প্রায় একঘণ্টা ধরে যাত্রীবাহী বাসগুলোতে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই অনেকে নিহত হন।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে খাইবার পাখতুনখোয়ার আইনমন্ত্রী আফতাব আলম বলেছেন, হামলার কারণ জানতে তদন্ত চলছে।