নিজের জীবনের কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, ‘আমার বাবা কিন্তু একেবারেই অন্য রকম ছিলেন। বলা যেতে পারে, রীতিমতো অত্যাচারী। কখনো আমাদের বেল্ট খুলে মারতেন, কখনো আবার চটি পেটা করতেন। ছোটবেলার সেই স্মৃতিগুলো এখনো আমাকে তাড়া করে বেড়ায়।’ উদাহরণ হিসেবে অভিনেতা একটি ঘটনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘একবার রাত করে অনুষ্ঠান ছেড়ে বাড়ি ফিরেছিলাম। সেদিন আমার জামায় নাকি সিগারেটের গন্ধ ছিল। আমার বাবা সেদিন ভীষণ মার মেরেছিলেন আমাকে। কিন্তু আমি সেদিন একেবারেই ধূমপান করিনি, বাবা কিন্তু সে কথা শোনেননি।’
Related Posts

পুরুষদের চেয়েও নারী বিশ্বকাপের প্রাইজমানি বেশি!
September 1, 2025

আজই সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ?
September 1, 2025

ফেসবুকে জুয়ার বিজ্ঞাপন, যুক্ত হয়েছে এআই ভিডিও— ডিসমিসল্যাবের রিপোর্ট
September 1, 2025