জয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশে মালদ্বীপ – DesheBideshe

জয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশে মালদ্বীপ – DesheBideshe

ঢাকা, ১১ নভেম্বর – নভেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে। ১৩ ও ১৬ নভেম্বর ঢাকায় কিংস অ্যারেনায় দুই ম্যাচ খেলতে আজ সকালে এসেছে মালদ্বীপ ফুটবল দল। বাফুফের তিন নির্বাহী সদস্য কামরুল ইসলাম হিল্টন, গোলাম গাউস ও জাকির হোসেন চৌধুরী বিদেশি দলকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন। সকাল সাড়ে ১১টায় মালদ্বীপ দল ঢাকায় আসলেও বাফুফে বিষয়টি জানিয়েছে সাড়ে পাঁচ ঘণ্টা পর।

গত বছরের অক্টোবরে মালদ্বীপ বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে। সেই ম্যাচ হেরে মালদ্বীপ বিশ্বকাপ বাছাই থেকে বিদায় নেয়। এক বছর পর তারা আবারও বাংলাদেশে এসেছে প্রীতি ম্যাচ খেলতে। আগামী পরশু (বুধবার) সন্ধ্যায় বাংলাদেশ-মালদ্বীপ দুই ম্যাচ প্রীতি সিরিজের প্রথম ম্যাচ। আগামীকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন।

বাংলাদেশ দল বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে আজ। বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল বাংলাদেশ দলের অনুশীলন দেখতে গেছেন ম্যাচের ভেন্যুতে। অনুশীলনের পর তিনি ফুটবলারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির আরও কয়েকজন কর্মকর্তা।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১১ নভেম্বর ২০২৪



Scroll to Top