শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন নেতৃত্বাধীন সরকারের উপদেষ্টা হিসেবে আরও ৩ জন শপথ গ্রহণ করেছেন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়াল ২৪ জনে।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন তিন উপদেষ্টাকে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ নেওয়া তিন উপদেষ্টা হলেন- ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত ৮ আগস্ট শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন সরকারে ইতোমধ্যে ২০ জন উপদেষ্টা যুক্ত হয়েছেন। প্রথম দফায় ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরও ৪ জন উপদেষ্টা নিয়ে সরকার পরিচালিত হচ্ছে। বর্তমানে ড. ইউনূসসহ ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ সরকারে রয়েছে।

GOVT

Chokroanimation

Scroll to Top