ঢাকা, ০৯ নভেম্বর – এ নিয়ে আফগানিস্তানের বিপক্ষে চতুর্থবারের মতো ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। গত বছর বাংলাদেশ সফরে এসেছিল আফগানরা। সেবার তিন ম্যাচের সিরিজে স্বাগতিক বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারায় তারা। সেবার বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়ে দলটি।বর্তমান শারজার যে স্টেডিয়ামে খেলা হচ্ছে, সেখানে গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জিতেছে রশিদ, নবি, ফারুকিরা। এবার তাদের সামনে আরেকটি সিরিজ জয়ের হাতছানি।
তিন ম্যাচের সিরিজে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৯২ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে আফগানিস্তান।আজ জিততে পারলে এক ম্যাচ হাতে রেখে আরেকটি ওয়ানডে সিরিজ নিজেদের করে নেবেন আফগান-যোদ্ধারা। তবে আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরতেই মাঠে নামবেন নাজমুল হোসেন শান্ত বাহিনী। আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বিকাল ৪টায় শুরু হবে।
দীর্ঘদিন পর ওয়ানডে ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। লম্বা বিরতির কারণে শারজার কন্ডিশনে নিজেদের মানিয়ে নেওয়ার যে চ্যালেঞ্জ ছিল, সেটি প্রথম ম্যাচে জয় করতে পারেননি টাইগাররা। দ্বিতীয় ওয়ানডে খেলতে মাঠে নামার আগে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানালেন, এখন তাদের ধারণা হয়েছে যে, শারজার মাঠে কীভাবে ঘুরে দাঁড়াতে হবে। তবে প্রথম ম্যাচে নিজেদের ভুলের কথা স্বীকার করেছেন মিরাজ। তার মতে, তাদের ব্যাট করার সময় শুরুতে উইকেট সহজ মনে হলেও পরে বল বেশি টার্ন করছিল।
সময়ের পরিক্রমায় বল পুরনো হয়ে যাওয়ায় টার্ন পেয়েছেন বোলাররা। যে কারণে বিপাকে পড়েছেন ব্যাটাররা। ২৩৬ রানের লক্ষ্য পেলেও ব্যাটিং ব্যর্থতার কারণে বড় হার মেনে নিতে হয়েছে বাংলাদেশকে। মাত্র ২৩ রানের ব্যবধানে ৮ উইকেটের পতন ঘটে। ব্যাটিংয়ে স্বরূপে ফিরতে না পারলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচটিতে আবারও বিপদে পড়তে পারে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার মাঝে হতাশার খবর- প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে গিয়ে আঙুলে চোট পেয়ে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন মুশফিক। সাকিব আল হাসানও খেলছেন না। লিটন কুমার দলে নেই। তাদের অনুপস্থিতিতে বাংলাদেশকে নতুন চ্যালেঞ্জ নিতে হচ্ছে।
ব্যাটাররা আশাহত করলেও বোলাররা তাদের কাজ ঠিকঠাকমতো করে যাচ্ছেন। গত ম্যাচে বাংলাদেশের পেস বোলাররা বিপ্লব ঘটিয়েছেন। বিশেষ করে মোস্তাফিজ ও তাসকিন জুটি মিলে যে নৈপুণ্য দেখালেন, তাতে পেসারদের নিয়ে বাজি ধরাই যায়। তবে স্পিনাররা হতাশ করেছেন। আশা করা হচ্ছে, স্পিনেও বাংলাদেশ জ্বলে উঠবে। সব মিলিয়ে দ্বিতীয় ম্যাচে জয় পেতেই মাঠে নামবেন টাইগাররা। আজ আফগানদের সিরিজ জয়, নাকি টাইগারদের ঘুরে দাঁড়ানোর গল্প- সেটিই দেখার বিষয়।
সূত্র: আমাদের সময়
আইএ/ ০৯ নভেম্বর ২০২৪