বেনাপোলে স্বতন্ত্র প্রার্থীর ওপর নৌকার কর্মীদের হামলা, বন্দরের কার্যক্রম এক ঘণ্টা বন্ধ

বেনাপোলে স্বতন্ত্র প্রার্থীর ওপর নৌকার কর্মীদের হামলা, বন্দরের কার্যক্রম এক ঘণ্টা বন্ধ

যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ও তাঁর লোকজনের ওপর হামলা করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিনের বিরুদ্ধে।

এ ঘটনায় আশরাফুল আলমসহ ১০ কর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দরের ১ ও ২ নম্বর ফটকের সামনে এ ঘটনা ঘটে।

হামলার সময় বেনাপোল বন্দরে পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম এক ঘণ্টা বন্ধ ছিল। পরে পুলিশ ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানের কারণে বেলা ১১টার দিকে বন্দরের কার্যক্রম আবার শুরু হয়।

Scroll to Top