পদত্যাগ করা চার এমডির দুজন দায়িত্বে ফিরলেও ফেরেননি অন্য দুজন

পদত্যাগ করা চার এমডির দুজন দায়িত্বে ফিরলেও ফেরেননি অন্য দুজন

অস্থিরতা ঠেকাতে পদত্যাগ করা এমডি ও কোনো কোনো ক্ষেত্রে চেয়ারম্যানকে ডেকে আলাদা আলাদা সভা করেন কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। এসব সভায় পদত্যাগ করা এমডিদের দায়িত্বে ফেরার তাগিদ দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। এ ক্ষেত্রে পরিচালনা পর্ষদ কোনো ধরনের হস্তক্ষেপ করলে বাংলাদেশ ব্যাংক সুরক্ষা দেবে বলেও এমডিদের আশ্বস্ত করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের এ প্রক্রিয়া শুরুর আগেই দায়িত্বে ফেরেন এসবিএসি ব্যাংকের এমডি হাবিবুর রহমান।

পদ্মা ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান গত ১৯ নভেম্বর দায়িত্বে ফেরেন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘পরিচালনা পর্ষদ আমার পদত্যাগপত্র গ্রহণ না করে দীর্ঘদিনের ছুটি অনুমোদন করেছিল। কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শ ও পর্ষদের আহ্বানে আড়াই মাস ছুটির পর আবার কাজে যোগদান করেছি।’

এদিকে ব্যাংক এশিয়ার এমডি আরিফ বিল্লাহ আদিল চৌধুরীর পদত্যাগ যথাযথ না হওয়ায় তাঁকে কাজে যোগদান করতে বলা হয়। তবে তিনি যোগদান করতে পারেননি। পরে আবার প্রক্রিয়া মেনে পদত্যাগ করলে তা পর্ষদের সভায় গ্রহণ করা হয়। এখন এ পদে মেঘনা ব্যাংকের এমডি সোহেল আর কে হুসাইনকে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যা কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের অপেক্ষায় আছে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের চেষ্টার পরও আর্থিক প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্সের এমডি দায়িত্বে ফেরেননি। এর বাইরে এনসিসি ব্যাংকের এমডি পদে মামদুদুর রশীদের মেয়াদ চলতি মাসে শেষ হচ্ছে। তবে চলতি মাসের শুরু থেকে মেয়াদের শেষ দিন পর্যন্ত তিনি ছুটিতে চলে গেছেন।

Scroll to Top