আহত নূর আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম আলোকে বলেন, তাঁরা বনশ্রী থেকে খিলগাঁও মাদারটেক এলাকা পর্যন্ত সড়কে লেগুনা চালান। কয়েক দিন ধরে ইমনসহ কয়েকজন চাঁদা দাবি করছিল। এর প্রতিবাদ করায় দুজনের ওপর হামলা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন আছে। আহত নূরে আলমের পেটের বাঁ পাশে ছুরিকাঘাতের চিহ্ন আছে।