ইরানজুড়ে পেট্রলপাম্পে সাইবার হামলা চালিয়েছে একটি হ্যাকার দল। দলটি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেছে ইরান। ওই সাইবার হামলার কারণে গতকাল সোমবার দেশজুড়ে পেট্রলপাম্পে জ্বালানির সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
তেলমন্ত্রী জাভেদ ওজি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, বিদেশি হস্তক্ষেপের কারণে প্রায় ৭০ শতাংশ পেট্রলপাম্পের সেবা ব্যাহত হয়েছে। সাইবার হামলার জন্য প্রিডাটরি স্প্যারো গ্রুপকে দায়ী করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এ ঘটনায় একটি বিবৃতি দিয়েছে প্রিডাটরি স্প্যারো গ্রুপ। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিবৃতিটি প্রচার করেছে। এতে বলা হয়, জরুরি পরিষেবা খাতের সম্ভাব্য ক্ষতি এড়াতে নিয়ন্ত্রিত উপায়ে এ সাইবার হামলা চালানো হয়েছে।




