গাজায় যুদ্ধের সমাপ্তি টানা এখনই ভাল সময়

গাজায় যুদ্ধের সমাপ্তি টানা এখনই ভাল সময়

গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টা পুনরুজ্জীবিত করতে প্রায় এক বছরের মধ্যে এ নিয়ে ১১তম বারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। ইসরায়েল সফর শেষে গতকাল বুধবার সৌদি আরবে পৌঁছেন তিনি।

ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা বন্দরনগরী টাইরেতে গতকাল বিরামহীন হামলা শুরু করে ইসরায়েল। এর আগে বাসিন্দাদের ওই শহর ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেখান থেকে লাখো মানুষ অন্যত্র পালিয়ে যান।

মৎস্যশিকারি, পর্যটকদের পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষীদের অবকাশের স্থান হিসেবে দক্ষিণের এই শহর সব সময় সরগরম থাকে। লেবাননের দক্ষিণ সীমান্তে এই শান্তিরক্ষীদের মোতায়েন করা হয়েছে; কিন্তু চলতি সপ্তাহে শহরটির বিস্তৃত এলাকা খালি করে দিতে নির্দেশ দেয় ইসরায়েল। এই নির্দেশের আওতায় সেখানকার প্রাচীন দুর্গও রয়েছে।

Scroll to Top