ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ নৃশংস হামলা চালিয়েছে | চ্যানেল আই অনলাইন

ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ নৃশংস হামলা চালিয়েছে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শেখ হাসিনার পদত্যাগ বিষয়ে রাষ্ট্রপতি জাতির সঙ্গে প্রতারণা করেছেন বলেও উল্লেখ করেছেন তারা।

সোমবার ২১ অক্টোবর রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় জড়িতদের বিচার ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এসব কথা বলেন।

এর আগে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৩৯১ জনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। এ নিয়ে সংবাদ সম্মেলনে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানায় সমন্বয়করা। শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি জাতির সাথে প্রতারণা করেছেন বলেও মন্তব্য করেছেন তারা।

সমন্বয়করা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার চালায় ছাত্রলীগ ও সমমনা সংগঠনের নেতা-কর্মীরা। সেদিন গুরুতর আহত হন অনেক শিক্ষার্থী।

GOVT

সেদিনের হামলার বিষয়ে মামলায় জ্ঞাত ৩৯১ এবং অজ্ঞাতনামা এক হাজার জনকে আসামী কর হয়। সমন্বয়করা বলেন, ফ্যাসিবাদী সরকারকে টিকিয়ে রাখতে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ নৃশংস হামলা চালিয়েছে।

বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতেও কঠোর আন্দোলনের ডাক আসবে।

মামলার বিষয়ে জানতে চাইলে পুলিশ জানায়, এই বিষয়ে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Chokroanimation

Scroll to Top