মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছে নিউজিল্যান্ড। ২০০৯ ও ২০১০ বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল দলটি। এর মধ্যে দিয়ে টি-টুয়েন্টিতে নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেল মেয়েদের ক্রিকেট। ম্যাচে ৩২ রানের জয় পেয়েছে কিউই মেয়েরা।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে টসে হেরে ব্যাটে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে কিউই মেয়েরা। জবাবে ৯ উইকেটে ১২৬ রানে যেতে পারে সাউথ আফ্রিকা। প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্নভাঙে প্রোটিয়া মেয়েদের।
ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ১৬ রানে প্রথম উইকেট হারায় তারা। ৭ বলে ৯ রান করে ফিরে যান ওপেনার জর্জিয়া প্লামা। চাপ সামাল দেন আরেক ওপেনার সুজি বেটস ও তিনে নামা অ্যামেলিয়া কের। দুজনের জুটিতে আসে ৩৭ রান।
৩১ বলে ৩২ রান করে সুজি আউট হলে ব্যাট নামেন অধিনায়ক সোফি ডিভাইন। তিনিও ব্যর্থ হয়ে সাজঘরের পথ ধরেন কেবল ৬ রান করে।