এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মিশরের গিজার ‘গ্রেট পিরামিডের’ উপর দিয়ে প্যারাগ্লাইডিং করার সময় ধারণ করা ভিডিওতে পিরামিডের চূড়ায় একটি কুকুরকে ঘেউ ঘেউ করতে দেখা গেছে। বিষয়টি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪ হাজার ৫০০ বছর আগে নির্মিত গিজার গ্রেট পিরামিড পৃথিবীর সাতটি আশ্চর্যের মধ্যে প্রাচীনতম। এর উচ্চতা ৪৮১ ফুট।
প্যারাগ্লাইডিং করার সময় অ্যালেক্স ল্যাং পিরামিডের চূড়ায় কুকুরটিকে দেখতে পান। এই ঘটনার একটি ভিডিও ধারণ করে নিজের ইনস্টগ্রাম একাউন্টে পোস্ট করেছেন অ্যালেক্স ল্যাং। পোস্টের ক্যাপশনে লিখা ছিল, একটি কুকুর গিজার গ্রেট পিরামিডের ওপরে উঠেছিল!
বিষয়টি নিয়ে তার পোস্ট অনেকেই বলেন, অ্যালেক্স ল্যাং এবং তার বন্ধুরা আনুবিসের সাক্ষাৎ পেয়েছেন (আনুবিস-মিশরীয় দেবতা যাকে কুকুরের মাথার সাথে তুলনা করা হয়)। অনেককে আবার কুকুরটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে। কিন্তু অ্যালেক্স ল্যাং অন্য আরেকটি পোস্টে জানান যে, তিনি কুকুরটিকে উদ্ধার করেছেন।