হামাস প্রধান সিনওয়ার নিহত? | চ্যানেল আই অনলাইন

হামাস প্রধান সিনওয়ার নিহত? | চ্যানেল আই অনলাইন

গাজা যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন বলে ধারণা করছে ইসরায়েল। তবে বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনি সংগঠন হামাস।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

GOVT

আলজাজিরা ইসরায়েলের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে জানায়, ইসরায়েল বলছে, তাদের বাহিনী গাজায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করেছে। তবে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি বলেও প্রতিবেদনে বলা হয়।

এছাড়া বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমে জানানো হয় সিনওয়ারকে হত্যা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনওয়ারের মতো দেখতে এক ফিলিস্তিনি যোদ্ধার তিনটি ছবিও ভাইরাল হয়েছে।

ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিহত ওই ব্যক্তি হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার কিনা তা নিশ্চিত হতে সামরিক বাহিনী এক যোদ্ধার দেহের ডিএনএ পরীক্ষা করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, সিনওয়ারের মতো দেখতে ওই যোদ্ধার লাশ ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে এবং লাশটির ডিএনএ পরীক্ষা করা হয়েছে।

Chokroanimation

Scroll to Top