যুক্তরাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারায় রুশ গোয়েন্দারা: ব্রিটিশ গোয়েন্দাপ্রধানের সতর্কবার্তা

যুক্তরাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারায় রুশ গোয়েন্দারা: ব্রিটিশ গোয়েন্দাপ্রধানের সতর্কবার্তা

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাজ্য ইউক্রেনকে সমর্থন দেওয়ার পর থেকে (তাঁরা) এসব শুরু করেছে এবং ‘এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড দিন দিন বাড়ছে’ বলেও জানান তিনি।
ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ২০২২ সাল থেকে আরও ২০টি (নাশকতার) চক্রান্ত নস্যাৎ করেছে বলেও জানান তিনি। বলেন, ওই সব চক্রান্তের পেছনে ইরানের হাত ছিল। (রাশিয়ার এজেন্টরা সক্রিয় হয়ে উঠলেও) এখনো এমআই৫ কে ইসলামি চরমপন্থীদের সামলাতেই বেশি সময় ব্যয় করতে হয় বলেও জানান তিনি।

ম্যাককালাম বলেন, সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট হুমকি এবং নানা দেশে থেকে আসা হুমকির জটিল এই সংমিশ্রণের অর্থ ‘আমাদের হাতে এখন অনেক বড় কাজ’। তিনি আরও বলেন, ‘আমার পেশাজীবনের প্রথম ২০ বছরে এখানে সন্ত্রাসী হামলার অনেক অনেক হুমকি ছিল। এখন আমাদের সে সব হুমকির পাশাপাশি রাষ্ট্র সমর্থিত গুপ্তহত্যা ও নাশকতার চক্রান্ত মোকাবিলা করতে হয়। ইউরোপের মাটিতে বড় একটি যুদ্ধের কারণে (আমাদের) বিরুদ্ধে এসব চক্রান্ত হচ্ছে।’

Scroll to Top