লেবাননে ইসরাইলের হামলায় নিহত বেড়ে ৩৫৬, আহত ১২৪৬

লেবাননে ইসরাইলের হামলায় নিহত বেড়ে ৩৫৬, আহত ১২৪৬

ইসরায়েল লেবাননে আকাশপথ হামলা চালালে অন্তত ১শ জন নিহত এবং আরো ৪শ আহত হয়েছেন বলে জানা গেছে।

লেবানন জানায়, সোমবার লেবাননের উত্তর সীমান্ত বরাবর আকাশ পথে হামলা চালায় ইসরায়েল। সে এলাকা থেকে লোকজনকে সরে দেওয়ার নির্দেশ দেওয়ার পর এ হামলা চালানো হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আশরাখ আল-আওসাত এ খবর জানায়।

এদিকে, যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স জানায়, সোমবার ইসরায়েলে লেবাননের হেজবুল্লাহকে লক্ষ করে কয়েকশ বার আকাশপথে হামলা চালায়।

ইদানিং হামাস ও ইসরায়েলের মধ্যে হামলা ও পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েল সোমবার ব্যাপকভাবে হামলা চালিয়েছে।

ইসরায়েল দাবি করেছে, লেবাননের সীমান্তবর্তী এলাকায় হেজবুল্লাহ অনেক অস্ত্র জমায়েত করার পর সাধারণ মানুষকে সেখান থেকে সরে যেতে বলা হয়।

রয়টার্স জানায়, এ নির্দেশ দেওয়ার পর পরই ইসরায়েল সীমান্তবর্তী এলাকায় আকাশপথে ব্যাপক হামলা চালিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক ভিডিও বার্তায় জানিয়েছেন, লেবাননে আমরা আরো ব্যাপকভাবে হামলা শুরু করেছি। আমাদের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত আমরা এ হামলা চালিয়ে যাবো। আমরা আমাদের উত্তরাঞ্চলের অধিবাসীরা নিরাপদে ঘরে ফিরে যাক, সেটি চাই।

গ্যালান্ট আরো বলেন, আমরা লেবাননের দক্ষিণাংশ, পূর্বাঞ্চলের বেকা উপত্যকা এবং সিরিয়ার কাছাকাছি উত্তরাঞ্চলে ইরান-সমর্থিত হেজবুল্লাহর ঘাটি লক্ষ করে আমরা হামলা করছি।

এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার ইসরায়েলের হামলায় নারীসহ অন্তত ১শ জন নিহত এবং আরো ৩শ আহত হয়েছেন।

Scroll to Top