এই খবরটি পডকাস্টে শুনুনঃ
অরবিন্দ কেজরিওয়ালের পর দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন তারই দলের আম আদমি পার্টির (এএপি) অতীশি মারলেনা। আম আদমি পার্টির আইনপ্রণেতাদের এক বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অতিশীর নাম ঘোষণা করেন কেজরিওয়াল নিজেই।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ (১৭ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ করলে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অতীশি দায়িত্ব নেবেন। ভারতের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অতিশীই দেশটির দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন।
মূলত এএপি’র বিধায়কদের বৈঠকে দলের নেতা দিলীপ পান্ডে প্রস্তাব করেন, দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন কেজরিওয়াল। এরপর, অতীশির নাম প্রস্তাব করা হয়। এই প্রস্তাবে পার্টির সব বিধায়ক উঠে দাঁড়িয়ে সমর্থন জানান এবং তাকে দলের নেতা নির্বাচিত করা হয়।
অতীশি বর্তমানে দিল্লি সরকারের শিক্ষা ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী। দিল্লির স্কুলগুলোতে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে ব্যাপকভাবে কাজ করেছেন অতীশি। গত ১৫ আগস্ট দিল্লি সরকারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তেরঙ্গা (পতাকা) উত্তোলনের জন্য অতীশিকে বেছে নিয়েছিলেন কেজরিওয়াল। এ থেকে বোঝা যায়, তিনি দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
এর আগে, দীর্ঘ ছয় মাস কারাভোগ শেষে কারামুক্তির মাত্র ২ দিন পর মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অরবিন্দ কেজরিওয়াল। স্থানীয় সময় রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে দিল্লিতে আয়োজিত দলীয় এক অনুষ্ঠানে কেজরিওয়াল এই ঘোষণা দেন। তার এমন ঘোষণায় অনেকেই আশ্চর্য হন।