ইসোয়াতিনির রাজা তৃতীয় মাসওয়াতির সঙ্গে নোমসেবো জুমার বিয়ে নিয়ে আলোড়ন – আনন্দ আলো

ইসোয়াতিনির রাজা তৃতীয় মাসওয়াতির সঙ্গে নোমসেবো জুমার বিয়ে নিয়ে আলোড়ন – আনন্দ আলো

ইসোয়াতিনির রাজা তৃতীয় মাসওয়াতির সঙ্গে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কন্যা নোমসেবো জুমার আসন্ন বিয়ে নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তাদের বাগদানের ঘোষণা দেওয়া হয়, যা ঐতিহ্যবাহী আট দিনব্যাপী অনুষ্ঠানের শেষে হয়।

রাজা তৃতীয় মাসওয়াতির বয়স ৫৬, এবং তিনি বহুগামী। বর্তমানে তাঁর ১১ জন স্ত্রী রয়েছেন এবং এর আগে তাঁর মোট ১৫টি বিবাহ হয়েছে। এ ধরনের রাজকীয় বিয়েগুলোকে সাধারণত রাজনৈতিক উদ্দেশ্য হিসেবে দেখা হলেও, ইসোয়াতিনির সরকার বলছে, এই বিয়েতে কোনো রাজনৈতিক প্রভাব নেই।

রাজপরিবারের মুখপাত্র আলফিয়াস নক্সুমালো জানান, ‘ভালোবাসার কোনো বয়স নেই এবং এটি কোনো রাজনৈতিক স্বার্থের কারণে হচ্ছে না। এটি শুধুমাত্র দুজন মানুষের মধ্যকার প্রেমের সম্পর্ক।’

রাজা মাসওয়াতি ৩৮ বছর ধরে ইসোয়াতিনির ক্ষমতায় আছেন এবং তাঁর বিলাসবহুল জীবনযাপন নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা রয়েছে। বিশেষত, দেশটির বেশিরভাগ মানুষ যখন দারিদ্র্যের সাথে লড়াই করছে, তখন রাজার বহুবিবাহ ও অতিরিক্ত খরচের জীবনধারা নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে।

এই বিয়ে ইসোয়াতিনি ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ঐতিহ্যগত সম্পর্ককেও নতুন মাত্রা দেবে বলে অনেকেই মনে করছেন।

Scroll to Top