চিকিৎসক হত্যার প্রতিবাদে শিশুদের মিছিলে নেয়ায় ৩ স্কুলকে নোটিশ

চিকিৎসক হত্যার প্রতিবাদে শিশুদের মিছিলে নেয়ায় ৩ স্কুলকে নোটিশ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক ধর্ষণ এবং খুনের প্রতিবাদে শিশু শিক্ষার্থীদের মিছিলে নেয়ার পর কলকাতার হাওড়া জেলার ৩টি স্কুলে শোকজ নোটিশ দেয়া হয়েছে। 

আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হাওড়ার বালুহাটি হাই স্কুল, বালুহাটি গার্লস হাই স্কুল এবং ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ে নোটিশ দেয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, স্কুলে পাঠক্রমের সময় শিক্ষার্থীদের মিছিল করতে দেয়ায় শিশুর অধিকার লঙ্ঘিত হয়েছে।

অন্যদিকে এই নোটিশের বিরুদ্ধে কর্তৃপক্ষ দাবি করেছে, স্কুলের সময়ে কোনও মিছিল হয়নি। স্কুল ছুটির পর একটি মিছিল হয়েছে। মিছিলে সাবেক শিক্ষার্থীরাও ছিলেন।

শুক্রবার (২৩ আগস্ট) বিকালে আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক ধর্ষণ এবং খুনের প্রতিবাদে বেশ কয়েকটি মিছিল হয়েছে হাওড়ার। মিছিলে স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়ার পর এই নোটিশ আসে।

এই নোটিস সামনে আসতেই রাজ্য সরকার তথা শাসকদলকে নিশানা করেছে বিরোধীরা। বিজেপি, সিপিএমের দাবি, আরজি কর-কাণ্ডে চাপে পড়েছে রাজ্য। তাই আন্দোলনকে দমিয়ে দিতে এমন পদক্ষেপ করা হচ্ছে।

Scroll to Top