এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, সম্প্রতি প্রতিবেশী বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে, সেগুলো আমাদের মুক্তি ও স্বাধীনতার অধিকারের কতটা মূল্য, তা মনে করিয়ে দিচ্ছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, আজ বাংলাদেশে যা হচ্ছে সেটা মনে করিয়ে দিচ্ছে আমাদের কাছে মুক্তির বিষয়টি কতটা মূল্যবান। স্বাধীনতা ও মুক্তির বিষয়টি অনুভব করাটা খুব সোজা কিন্তু আগের কাহিনি দেখলেই বোঝা যায় যে এইগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল।
তিনি বলেন, স্বাধীনতা দিবস আমাদের সংবিধানের সমস্ত মূল্যবোধ উপলব্ধি করার ক্ষেত্রে একে অপরের প্রতি এবং জাতির প্রতি দেশের জনগণের কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়।
তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা জানিয়ে বলেন, আমিসহ আমাদের অনেক আইনজীবীর জন্ম স্বাধীনতার পর। তবে আমরা জরুরি অবস্থার যুগ দেখেছি। আজ হয়ত আমরা স্বাধীনতাকে হালকাভাবে নিতে পারি কিন্তু অতীতের সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় তা কত অমূল্য।