পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল–মামুন চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদসহ ৩২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। বুধবার রাজধানীর পল্টন থানায় মামলা দুটি করেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মামলা ও তথ্য সংগ্রহবিষয়ক কর্মকর্তা সালাহ উদ্দিন খান।
একটি মামলায় সাবেক আইজিপি মামুন ও হারুনসহ ১৫ পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। অন্য মামলায় আসামি করা হয়েছে হারুনসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে।
একটি মামলায় ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে ২০২২ সালের ৮ ডিসেম্বর। ওই মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল–মামুন, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম, হাফিজ আক্তার ও আসাদুজ্জামান, যুগ্ম কমিশনার খন্দকার নুরুন্নবী, সঞ্জিত কুমার রায়, বিপ্লব কুমার সরকার ও মেহেদী হাসান, উপকমিশনার তারিক বিন রশিদ, হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (এসি) গোলাম রুহানী, পল্টন থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া এবং পল্টন থানার তৎকালীন এসআই মিজানুর রহমানকে আসামি করা হয়েছে।