হারুন অর রশীদ বলেন, ‘পুলিশ কর্মকর্তা হিসেবে আমরা মনে করি, যদি কোনো ব্যক্তি নিরাপত্তাহীনতা বোধ করেন, আমাদের কাছে আসেন, তাহলে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাঁদের দেখভাল করা। সেটাই আমরা করছি।’
এই শিক্ষার্থীদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘গতকাল রাতেও পরিবারের লোকজন ডিবিতে এসেছেন, দেখা করেছেন। আজও দেখা করেছেন, কথা বলেছেন, সন্তুষ্টি প্রকাশ করেছেন। ওঁরা যে ভালো আছেন, সে জন্য ধন্যবাদ দিয়েছেন।’