সাম্প্রতিক সময়ে ফেসবুকে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন’ শীর্ষক একটি সাইনবোর্ডের ছবিতে সিয়াম ও তার স্ত্রীর ছবি পাংখোয়া নৃগোষ্ঠীর পরিচয়ে ব্যবহার করা হয়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ সম্প্রতি তিন বছর আগের একটি ব্যক্তিগত ছবি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। ছবিটি তিনি তার স্ত্রী অবন্তির সঙ্গে সাজেকের লুসাই গ্রামে তোলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। কিন্তু বর্তমানে এই ছবিটি ভুলবশত ‘পাংখোয়া’ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয়ে ব্যবহার করা হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ট্রল ও কটাক্ষ হচ্ছে।
সম্পর্কিত
সিয়াম আহমেদ এই ঘটনার পর একটি ফেসবুক পোস্টে লিখেছেন যে, লুসাই রাজার আমন্ত্রণে তিন বছর আগে তারা সাজেকে ঘুরতে গিয়েছিলেন এবং ঐতিহ্যবাহী পোশাকে ছবি তোলেন। কিন্তু এই ছবিটি ভুলবশত পাংখোয়া নৃগোষ্ঠীর পরিচয়ে ব্যবহার হওয়ায় তারা বিব্রত হয়েছেন। সিয়াম মনে করেন, এটি পাংখোয়া নৃগোষ্ঠীর জন্য অসম্মানজনক।
তবে নেটিজেনদের আক্রমণাত্মক মন্তব্য ও ট্রল সিয়ামকে সবচেয়ে বেশি আঘাত করেছে। তিনি লেখেন, পারিবারিক ভ্রমণের ছবি নিয়ে ট্রল হওয়া তিনি সহ্য করতে পারছেন না। তারুণ্যের কাছ থেকে তিনি আরো দায়িত্বশীলতার আশা করেন এবং সকলকে সম্মানের সঙ্গে ট্রল ও মিম বানানোর আহ্বান জানান।
এ ঘটনায় সাইনবোর্ড থেকে ছবিটি অবিলম্বে সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সিয়াম আহমেদ।