এই অধ্যাপকের শঙ্কা, এভাবে শিক্ষাব্যবস্থার অবমূল্যায়ন হলে মেধাবী শিক্ষার্থীরা বিদেশে চলে যেতে পারেন। এতে নতুন প্রজন্ম ভারসাম্যহীন হয়ে পড়তে পারে। এ ছাড়া মেধাবীরা শিক্ষকতা পেশাতেও আসতে চাইবেন না।
বুধবার একই দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন। প্রত্যয় বৈষম্যমূলক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে তাঁরা অবস্থান কর্মসূচি পালন করেন।